চাঁদপুরের হাজীগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল কে হাজীগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
১৩ ডিসেম্বর বুধবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদের নেতৃত্বে নবাগত নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীলকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সৌজন্য আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন,হাজীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন,উপজেলা পরিষদ সিএ মোঃ মফিজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। গত সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে যোগদান করেছেন তাপস শীল।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসার পরে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন,সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
নির্বাহী দপ্তর সুত্রে জানা যায়, বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগদান করেন তাপস শীল। তিনি চাকরি জীবনে প্রথমে রাঙ্গামাটি জেলায় প্রবেশনারী কর্মকর্তা হিসাবে যোগদান করেন। এরপর তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে গত বছরের ৩০ আগস্ট কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন তাপস শীল। সম্প্রতি ইসির নির্দেশনা অনুযায়ী দেশের ১১০ উপজেলার ইউএনও বদলীর কার্যক্রমের অংশ হিসাবে তিনি হাজীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন। তাপস শীল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার কৃতি সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তাঁর স্ত্রী ৩৪ তম বিসিএস ক্যাডার হিসাবে সরকারি চাকরিতে যোগদান করে বর্তমানে কৃষি অধিদপ্তরের অধীনে রাজধানীর খামার বাড়িতে কর্মরত আছেন।
এক প্রতিক্রিয়ায় নবাগত ইউএনও তাপস শীল বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে হাজীগঞ্জ উপজেলায় যোগদান করেছি। যতদিন থাকবো সরকারি নির্দেশনা মোতাবেক উপজেলা বাসীর উন্নয়ন ও সম্মৃদ্ধিকরণ ততদিন কাজ করবো। এ জন্য সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।
ReplyReply to allForward
|