মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালক (অনুর্ধ-১৭) উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারী) বিকেলে উপজেলা পরিষদ মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করেন টুর্নামেন্ট কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি।
আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও ছেংগারচর পৌর প্রশাসক হিল্লোল চাকমা, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আকতার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, আইসিটি কর্মকর্তা মো. শাহজাহান, এখলাসপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী ছেংগারচর পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেক মাহমুদ সংগ্রাম, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. রাজিব’সহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে ছেংগারচর পৌরসভা একাদশ বনাম এখলাশপুর ইউনিয়ন একাদশ। ২৫ মিনিট করে ৫০ মিনিটের খেলায় ৩-০ গোলে বিজয় হয় ছেংগারচর পৌরসভা দল।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও ফাহমিদা কুলসুম মনি বলেন, খেলাধুলা তারুণ্যকে আরও গতিশীল করে। খেলাধুলায় লিপ্ত থাকলে সামাজিক অপরাধ থেকে মুক্ত থাকবে বলে আমি বিশ্বাস করি। প্রত্যেকটি তরুণ খেলাধুলার মাধ্যমে একদিন দেশকে উন্নত দেশের শিখরে নিয়ে যাবে। আর সোনার বাংলাদেশ হিসেবে রূপ নিবে।