অবশেষে কুমিল্লা থেকে যাত্রা শুরু করেছে আইদি পরিবহন। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি ২০২৫) সকালে জাঙ্গালিয়ায় ফিতা কেটে কুমিল্লা-চাঁদপুর সড়কে এই পরিবহনের বহুল কাঙ্ক্ষিত চলাচল উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক মোহাম্মদ সাকিব হোসাইন, কুমিল্লা মহানগর সদস্য সচিব মোহাম্মদ রাশেদুল হাসান, জেলার সদস্য সচিব জিয়া উদ্দিন মোহাম্মদ রুবেল, আইদি পরিবহনের উপদেষ্টা তাজুল ইসলাম সুমন ও পরিচালক মীর পারভেজ।
এদিকে কুমিল্লা থেকে আইদি পরিবহনের সার্ভিস চালু হওয়ার সংবাদে বিভিন্ন স্থানে ফুল দিয়ে আইদি পরিবহনকে শুভেচ্ছা জানানো হয়। সকাল থেকেই সড়কে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। তবে কিছু স্থানে শ্রমিকদের মাঝে উৎকণ্ঠা বিরাজ করতে দেখা গেছে।
২০২৪ সালের ৬ জুন জগৎপুর থেকে চাঁদপুর পর্যন্ত চলাচল শুরু করে আইদি পরিবহন। তৎকালীন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আ ক ম বাহার উদ্দিনের দাপটে কুমিল্লা থেকে চলাচলের অনুমতি বঞ্চিত হয় এ পরিবহন। দীর্ঘ ৯ মাস পর মঙ্গলবার সকাল থেকে আইদি পরিবহন চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে আসে।