জামাল হোসেনঃ
চাঁদপুরের শাহরাস্তিতে চলতি বছরে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিন অতিবাহিত হয়েছে। বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ প্রথম দিন ৮৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
শাহরাস্তি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা যায়,এ বছর অর্থাৎ ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উপজেলা থেকে ৩ হাজার ৯ শত ৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করে। এর মধ্যে ৩ হাজার ৮ শত ৮৪ জন পরীক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অংশগ্রহণ করে।অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৬ জন।এর মধ্যে দাখিল পরীক্ষার্থী ছিলেন ৩০ জন।
প্রসঙ্গত,এ বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার অধীনে এসএসসিতে ৩ হাজার ১ শত ৬৬ জন শিক্ষার্থী,বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকার অধীনে এসএসসি(ভোকেশনাল) ৯৭ জন শিক্ষার্থী এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকার অধীনে দাখিল থেকে ৭ শত ৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করেছিল।