হাজীগঞ্জ উপজেলার ৩ নং কালচোঁ( উত্তর) ইউনিয়নের নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।
১৯ জুলাই বুধবার সকাল ১১টায় ৯২ লক্ষ ২০ হাজার টাকা ব্যায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে ভবনটি উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রানালয়ের স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মহান মুক্তিযুদ্বের ১ নং সেক্টর কম্যান্ডার, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম, এমপি।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ মানিক হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পলাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি বলেন ২০০৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় আড়াই হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজ করা হয়েছে। আমাদের দুই উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমার নির্বাচনী এলাকার রাজনৈতিক নেতা ও সাধারণ জনগণের সহযোগিতার কারণে।
এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কামাল আহমেদ মজুমদার, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু ইউসুফ মজুমদার, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রধানিয়া,ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুর রহমান জুলহাস, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও অত্র বিদ্যালয়ের সভাপতি প্রবীর চন্দ্র দেবনাথ, ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ সেলিম, পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ ইকবাল, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক সালাউদ্দিন বাবু, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ শাহ্, সহকারী শিক্ষক মোসাম্মৎ রাহিমা আক্তার, শিরিনা আক্তার, মুক্তা আক্তার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবক সহ এলাকার গণ্য অন্য ব্যক্তিবর্গ।