দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার সিনিয়র সহ-সভাপতি ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সংসদ সদস্য প্রার্থী সিআইপি জালাল আহমেদের সমর্থনে দ্বিতীয় দিনের মতো মোটরসাইকেল শোভাযাত্রা ও নির্বাচনী গণসংযোগ এবং এই সরকারের উন্নয়নের খসড়া সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে।
১৮ অক্টোবর বুধবার বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৯ শতাধিক মোটরসাইকেলসহ একটি শোভাযাত্রা বের করা হয়। পরে মোটরসাইকেল শোভাযাত্রাটি উপজেলার কয়েকটি ইউনিয়ন প্রদক্ষিণ করে। এ সময় সিআইপি জালাল আহমেদ নেতাকর্মীদের সাথে নিয়ে পৌরসভার ৮নং ওয়ার্ডের ভাটিয়ালপুর চৌরাস্তা, ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের নয়াহাট বাজার, ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজার ও হাঁসা আল আমিন মাদ্রাসা, রামপুর বাজার, ১১নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের ওয়াপদা বেড়ি বাজার, আলোনিয়া বাজার, তুলাতলি বাজার, ১২নং চরদুঃখিয়া ইউনিয়নের বিরামপুর বাজার, ১৪নং ইউনিয়নের পুঁটি বাজার, কালিরবাজার এবং ফরিদগঞ্জ পৌরসভার সদর বাজার প্রদিক্ষণ করে বাজারের সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করতে নৌকায় ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে বিভিন্ন পথসভায় সিআইপি জালাল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশের একটা রত্ন। শেখ হাসিনা এমন একজন প্রধানমন্ত্রী, যিনি এদেশের দায়িত্ব নেওয়ার পরে দেশটা উন্নয়নের মাধ্যমে ক্রমাগত উপরের দিকে যাচ্ছে। ১৫ বছরে দেশে যে কাজ হয়েছে, বিগত ৩০ বছরের সে কাজ হয়নি। এজন্য জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর আসনে রেখে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে আমরা আমাদের মতো চেষ্টা করে যাবো। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় নিশ্চয়ই বিজয়ের বেশে ফিরব আমরা।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা সভানেত্রী মিসেস মাইমুনা জালাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান তালুকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আলী আহম্মেদ,
পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও তরুণ সমাজসেবক পাবেল পাটওয়ারী, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল গাফফার সজিব, কাতারস্থ ফরিদগঞ্জ আওয়ামী ফোরামের সভাপতি রাসেল খান টিটু, পৌর যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ঈমান হোসেন বেপারী, সাবেক ছাত্রলীগ নেতা আকরাম হোসেন রবিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিমুল পাটওয়ারী, ৮নং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিরন হোসেন মহন, ১৪নং ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও ইউপি সদস্য মোঃ বাচ্চু, ১৪নং ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও ইউপি সদস্য নান্টু মিজি, সাবেক ছাত্রনেতা আবু জাফর, ৭নং ইউনিয়ন যুবলীগ নেতা সাইফুল ইসলাম, ১৫নং ইউনিয়নের সাবেক ছাত্রনেতা রিপন পাটওয়ারী, ৯নং ইউনিয়ন যুবলীগ নেতা ইসমাইল হোসেন পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য নূরে আলম সবুজ, ৯নং ইউনিয়ন যুবলীগ নেতা মাসুম পাটওয়ারী, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মনির পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের শাহাদাত তপাদার, পৌরসভা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম বরকন্দাজ, ১৫নং ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি স্বপন পাটওয়ারী ছাড়াও বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মী। ##