মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত প্রার্থীদের নাম ও ঠিকানা সম্বলিত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (১৯ মে) চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মোহাম্মদ মানিক, ভাইস চেয়ারম্যান রিয়াজুল হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান লাভলী চৌধুরীর গেজেটের কপি স্থানীয় সরকার বিভাগে পাঠিয়েছেন ইসি।
প্রসঙ্গত, উপজেলা পরিষদ আইন অনুযায়ী নির্বাচিতদের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে শপথ পড়ানোর বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান উপজেলা পরিষদের মেয়াদ শেষ হওয়ার পরপরই নবনির্বাচিতরা দায়িত্বভার গ্রহণ করবেন।