কবির আহমেদ:
১৯৭১ সালের ২৫ মার্চ পাক-হানাদার বাহিনী কর্তৃক অপারেশন সার্চলাইট বা গণহত্যা দিবস উপলক্ষ্যে সরকারের নির্দেশনানুযায়ী শনিবার (২৫ মার্চ) সকালে হাজীগঞ্জ সরকারী মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ হলরুমে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় “৭১” এর ২৫ মার্চ অপারেশন সার্চলাইট বা গণহত্যার উপর তাৎপর্যপূর্ণ আলোচনা,সকল বীর শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনাএবং বাংলাদেশ সহ বিশ্বশান্তি কামনায় মিলাদ,দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,অধ্যক্ষ মোঃ আবু ছাঈদ। সঞ্চালন করেন সহকারী প্রধান শিক্ষক মোঃ হোসাইনুল আজম।
বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের কলেজ সাধারন শাখার সমন্বয়কারী মোঃ তাজুল ইসলাম,বিএম শাখার সমন্বয়কারী মোঃ মোস্তাফিজুর রহমান ও ভোকেশনাল শাখার সমন্বয়কারী মোঃ জহিরুল ইসলাম মজুমদার।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,সিনিয়র শিক্ষক মোঃ মিজানুর রহমান,মমতাজ বেগম,বলাই চন্দ্র দে,মোঃ শাহাজাহান মুন্সী, সহকারী শিক্ষক মোহাম্মদ মনির হোসেন সহ শিক্ষার্থীবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক (ধর্মীয়) মোঃ নাজমস সাদাত।
অনুষ্ঠানে,উপস্থিত ছিলেন,সিনিয়র শিক্ষক মোঃ শাহাজাহান মুন্সী, সিনিয়র শিক্ষক মিজানুর রহমান,সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম সহ সকল সিনিয়র ও সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং কর্মচারীবৃন্দ।