Header Border

ঢাকা, শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
শাহরাস্তিতে জাতীয়তাবাদী দল বিএনপি’র সদস্যপদ নবায়ন কর্মসূচি ও আলোচনা সভায় মতলব উত্তরে যৌথ বাহিনীর অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৯ সাবেক মন্ত্রী মরহুম নুরুল হুদার স্মরণে মতলবের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া কারখানার বর্জ্যে দূষিত পরিবেশ মতলব উত্তরে সাবেক মন্ত্রী মরহুম নুরুল হুদার স্মরণে দোয়া ও শোকসভা অনুষ্ঠিত মতলবের ৪ বারের সাংসদ নুরুল হুদার ৮ম মৃত্যুবার্ষিকী আজ চাঁদপুরের কচুয়ায় পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা, ৫ বোতল ফেন্সিডিল,২ বোতল মদসহ একজন গ্রেফতার। শাহরাস্তিতে প্রথম বারের মতো তারুণ্যের ম্যারাথনে প্রতিযোগী এনায়েতপুর মরহুম ইকবাল আখন্দ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন  আল-আমিন একাডেমি গুনরাজদী শাখার ইনচার্জ নাছির উদ্দিনর পিতার জানাজা ও দাফন সম্পন্ন 

ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে যুগ্ম সচিব হাবিবুর রহমানের মতবিনিময় |

জসিম উদ্দিন;
স্থানীয় সরকার মন্ত্রনালয়ের যুগ্মসচিব মো: হাবিবুর রহমান বলেছেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কাজ করছি। কাজ করার ফাঁকে ফাঁকে নিজের এলাকার জন্য কিছু করার চেষ্টা করছি। গত দুই যুগ ধরে সেই চেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার কারণে যদি এলাকার সাধারণ মানুষের সামান্য কিছু উপকার হয়, তবেই নিজেকে ধন্য মনে করবো। তবে এজন্য এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। কারণ একটি সুন্দর সমাজ বির্নিমাণে সমাজের সকল পর্যায়ের লোকজনের অংশগ্রহণ জরুরী। আমি জানি না সরকারি চাকুরি করে কয়জন এভাবে নিজ নিজ এলাকার জনহিতকর কাজ করেন। তবে এসব করা উচিত।
গতকাল শনিবার (২০আগস্ট) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ.ছোবহান লিটনের পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহিদ উল্যাহ তপদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শাহ আলম শেখ, ফরিদগঞ্জ বার্তার সম্পাদক বিল্লাল হোসেন সাগর।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধার সন্তান সংসদ’র ফরিদগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি আহসান হাবিব নেভী, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান পাটওয়ারী, সাবেক ছাত্রনেতা কামরুল হাসান সাউদ, আকবর হোসেন মনির, সরকারি সাবেক কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহমেদ ফরীদি, পৌর আওয়ামী লীগনেতা রসু মিয়া। মতবিনিময় সভায়প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, প্রেসক্লাবের বর্তমান কমিটির সহ-সভাপতি মহিউদ্দিন, এ.কেএম সালাউদ্দিন, আমান উল্যাহ আমান, কার্যনির্বাহী সদস্য নারায়ন রবিদাস, সাংগঠনিক সম্পাদক শাকিল মুশফিক, আইসিটি সম্পাদক গাজী মমিন, কোষাধ্যক্ষ জাকির হোসেন সৈকত,সদস্য এনামুল হক খোকন পাটওয়ারী, জসিম উদ্দিন, মেহেদী হাসান, আবদুল কাদির, আমান উল্যা খাঁন ফারাবী,ফখরুল পাঠান প্রমুখ।
এদিকে মতবিনিময় সভা শেষে যুগ্ম সচিব হাবিবুর রহমান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমানসহ নেতৃবৃন্দ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পরিদর্শন করেন। এসময় শহীদ মিনার সংস্কার স্মৃতি পাঠাগার নির্মান এবং এর সৌন্দর্য বর্ধন নিয়ে বিভিন্ন পরিকল্পনার বিষয়ে আলোচনা করেন।
আরো পড়ুন  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের জন্ম বার্ষিকীতে লেখক ফোরামের পুঁথি পাঠের আসর

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

শাহরাস্তিতে জাতীয়তাবাদী দল বিএনপি’র সদস্যপদ নবায়ন কর্মসূচি ও আলোচনা সভায়
মতলব উত্তরে যৌথ বাহিনীর অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৯
সাবেক মন্ত্রী মরহুম নুরুল হুদার স্মরণে মতলবের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া
কারখানার বর্জ্যে দূষিত পরিবেশ
মতলব উত্তরে সাবেক মন্ত্রী মরহুম নুরুল হুদার স্মরণে দোয়া ও শোকসভা অনুষ্ঠিত
মতলবের ৪ বারের সাংসদ নুরুল হুদার ৮ম মৃত্যুবার্ষিকী আজ

আরও খবর

error: Content is protected !!