মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ (হাজীগঞ্জ সার্কেল) পদে যোগদান করলেন পংকজ কুমার দে। সোমবার (৩ অক্টোবর) তিনি হাজীগঞ্জ বাজারস্থ অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে আসলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ।
এর আগে এদিন পংকজ কুমার দে পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ। যোগদান অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পংকজ কুমার দে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন এন্ড ক্রাইম) পদে কর্মরত ছিলেন। তিনি অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদের স্থলাভিষিক্ত হয়েছেন। মো. সোহেল মাহমুদকে শেরপুর জেলায় বদলী/পদায়ন করা হয়েছে।