কবির আহমেদ:
“শান্তি-শৃঙ্খলা-নিরাপত্তা- প্রগতি”-‘ এ হল বাংলাদেশ পুলিশের মূলনীতি। দেশের সব শ্রেণীর নাগরিকের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকেন পুলিশ বাহিনী।
পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ এবং যানজট নিরসনকল্পে শনিবার (২৫ মার্চ) হাজীগঞ্জ থানা পুলিশ আয়োজিত থানা প্রাঙ্গণে উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার(হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে।
তিনি বলেন,সম্মিলিত প্রচেষ্টায় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ও যানজট নিরসনে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মাট বাংলাদেশ অর্থাৎ সুখী ও সমৃদ্ধ সমাজ বি-নির্মাণে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে।প্রত্যেকে সুনাগরিক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন,থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ।
সভা পরিচালনা করেন,পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন,হাজীগঞ্জ ট্রাফিক বিভাগের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ বোরহান উদ্দিন সেলিম,বিশিষ্ট ব্যবসায়ী বাবু রুহিদাস বণিক,হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আসফাকুল আলম চৌধুরী ও সাধারন সম্পাদক হায়দার পারভেজ সুজন,।
সভায় আরো বক্তব্য রাখেন,বোগদাদ বাস মালিক সমিতির নেতা, হাজীগঞ্জের সিএনজি মালিক সমিতির নেতা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, এএসপি (শিক্ষানুবিস)মনিষ দাস,ইন্সপেক্টর (সার্কেল অফিস),হাজীগঞ্জ থানার সেকেন্ড অফিসার সাব-ইন্সপেক্টর মোঃ মিসবাহুল আলম চৌধুরী, সাব-ইন্সপেক্টর গোপীনাথ, সাব-ইন্সপেক্টর প্রভাকর, সাব-ইন্সপেক্টর মোঃ আবদুল আজিজ, ,ট্রাফিক বিভাগের ট্রাফিক সাব-ইন্সপেক্টর মোঃ মাহমুদুল ইসলাম,সাব-ইন্সপেক্টর আবদুর রহমান, এটিএসআই এমরান হোসেন,এএসআই আবুল খায়ের সহ সাব-ইন্সপেক্টরবৃন্দ এবং এএসআইবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ,হকার্সরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা শেষে অতিরিক্ত পুলিশ সুপার(হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে এর নেতৃত্ব হাজীগঞ্জ বাজার আমিন রোড, পূর্ব বাজার মেইন রোড,ব্রীজের পূর্বপাড়ে দুইপাশে ফুটপাত দখলমুক্ত, তরমুজের আড়তের সামনে মেইন রোডে ট্রাক-পিকআপ না রাখার নির্দেশনা প্রদান, মধ্য বাজার,কাপড়িয়া পট্টী, হকার্স মার্কেট,,ডিগ্রি কলেজ রোড,পশ্চিম বাজার বাসস্ট্যান্ড,,সিএনজি স্ট্যান্ড,শহীদ আলী আজ্জম সড়ক,ঐতিহাসিক বড় মসজিদ গেইট,হোটেল পট্টি সহ সমগ্র হাজীগঞ্জ বাজারের ফুটপাত দখলমুক্ত ও যানজটমুক্ত করে পরিবহন চলাচল স্বাভাবিক এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্য তালিকা দোকানের সামনে প্রদর্শন এবং নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালিত হয়।