ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হতে বাকি আর মাত্র কয়েকদিন। তবে মেলার শেষ মুহূর্তে স্টল ও প্যাভিলিয়নগুলোতে বিক্রি বেড়েছে। কেনাকাটা করে হাতে হাতে পণ্য নিয়ে বাড়ি ফিরছেন ক্রেতারা। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে নিত্যপণ্য সামগ্রী।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) মেলা প্রাঙ্গণ ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
মিনিস্টার ইলেকট্রনিক্স প্যাভিলিয়নের প্রতিনিধি শামিমা সুলতানা জানান, ইলেকট্রনিক্স পণ্যের সঙ্গে তারা কোম্পানির নিত্যপণ্য সামগ্রীও বিক্রি করছেন। এবার মেলায় সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মিনিস্টার ডিটারজেন্ট পাউডার ও লিকুইড হ্যান্ডওয়াশ।
জয়িতা স্টলের বিক্রেতা মাহমুদা বেগম জানান, মেলার শুরু থেকেই দর্শনার্থীর সংখ্যা দিন দিন বাড়লেও বিক্রি খুব একটা হয়নি। এবার অন্য বছরের তুলনায় বিক্রি কম হচ্ছে। শেষ মুহূর্তে এসে বিক্রি কিছুটা বাড়লেও আশানুরূপ বিক্রি হচ্ছে না।
রায়হান ফ্যাশনের প্রতিনিধি মাহাবুব আলম জানান, বিলম্বে বাণিজ্য মেলা শুরু হওয়া, তীব্র শীত, রাজধানী ঢাকার বাইরে মেলার আয়োজন ও প্রবেশ মূল্য বৃদ্ধি করায় ক্রেতাদের উপস্থিতি কম হয়েছে। স্টল ভাড়া বৃদ্ধি করায় ব্যবসায়ীদের লাভও কম হচ্ছে। ব্লেজারের স্টলগুলোতে মূল্য ছাড়ের সুবিধা দিয়েও বেচাকেনা কম হয়েছে।
সোনারগাঁয়ের পানাম নগর থেকে বাণিজ্য মেলায় আসা মনির হোসেন বলেন, ‘মাত্র কয়েকদিন আছে মেলা শেষ হতে। ভালোবাসা দিবস উপলক্ষে সপরিবারে মেলায় এসেছি। কিছু নিত্যপণ্য সামগ্রী কিনেছি। অধিকাংশ পণ্যের দাম বেশি মনে হচ্ছে। তবে কাপড় ধোয়ার পাউডার, সাবান, মশার কয়েল ও কিছু প্লাস্টিক সামগ্রী কিনেছি।’
বাণিজ্য মেলায় সর্বশেষ ২১তম দিনে চালু হওয়া ‘সেনা কল্যাণ সংস্থার’ প্যাভিলিয়ন চালু করা হয়েছে। ওই প্যাভিলিয়নের প্রতিনিধি গোলাম মোস্তফা বলেন, ‘আমরা বিক্রির জন্য নয়, প্রচারের জন্য মেলায় এসেছি। নিত্যপণ্য যেমন- তেল, সাবান, চাল, ডাল, মরিচ, হলুদের গুঁড়া ও লবণ স্টলে তোলা হয়েছে। সবার শেষে মেলায় এলেও সেনা কল্যাণ সংস্থার পণ্য বিক্রিতে বেশ সাড়া পাচ্ছি। প্যাভিলিয়নে প্রবেশ করে কেউ খালি হাতে যায়নি।’
মেলার শুরু থেকেই বিদেশি ক্রোকারিজ পণ্যে ১০ শতাংশ ও দেশি ক্রোকারিজ পণ্যে ২০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। আর এখন সেগুলো ৪০ শতাংশ ছাড় দিয়ে বিক্রি করা হচ্ছে। ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ’ নামে প্যাভিলিয়নে ডেকে ডেকে ১০০ টাকায় বিক্রি করা হচ্ছে শার্ট, থ্রি-পিস, টুপিস, শাড়ি, লুঙ্গি, সালোয়ার, কামিজ, পাঞ্জাবি ও পায়জামা।
প্যাভিলিয়নের বিক্রেতা সুজন মিয়া বলেন, ‘বাণিজ্য মেলায় আসা সব ক্রেতাদের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে। আমরা ৫০০ টাকার কাপড় ১০০ টাকায় দিচ্ছি। কমদামে পোশাক বিক্রি করাতে ক্রেতারা মেলায় এসে হাতে হাতে পণ্য নিয়ে বাড়ি ফিরছে।’
এবারের ২৮তম বাণিজ্য মেলায় প্যাভিলিয়ন, মিনি-প্যাভিলিয়ন, রেস্তোরাঁ ও স্টলের মোট সংখ্যা ৩৫১টি। এর মধ্যে প্যাভিলিয়ন ১১০টি, মিনি-প্যাভিলিয়ন ৮৩টি ও রেস্তোরাঁসহ অন্যান্য স্টল রয়েছে ১৫৮টি। বাংলাদেশ ছাড়াও ১২টি দেশ মেলায় অংশ নিয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে গত ২১ জানুয়ারি শুরু হওয়া এই মেলা শেষ হবে আগামী ২০ ফেব্রুয়ারি।