ফরিদগঞ্জ উপজেলার জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচারী যুব কল্যাণ সংস্থা প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছে। যেমন করোনাকালীন রোগীদের অক্সিজেন সেবা,বিবাহ উপযুক্ত মেয়েদের দেওয়া, অসহায় রোগীদের ওষুধ বিতরণ,খাদ্য বিতরণ, স্বাবলম্বী প্রজেক্টে সেলাই মেশিন বিতরণ, নৌকা বিতরণসহ বিভিন্ন কার্যক্রম করে থাকে।
তারই ধারাবাহিকতায় আজকে একজন অসহায় মহিলাকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়। সেলাই মেশিন প্রদানকালে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব সাজ্জাদ হোসেন টিটু।উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ শাহাদাত খান,সহ-সভাপতি কাউসার হামিদ বাবু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, আরিফ রাজা, শাহ আলম মাল সহ আরো অনেকে।
ফরিদগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন টিটু বলেন, স্বপ্নচারী সংগঠনটি বিভিন্ন সামাজিক কাজ করে আসছে তারা করোনাকালীন সময় থেকে সবসময় পুরো ফরিদগঞ্জে বিভিন্ন মানবিক কাজে এগিয়ে আসছে,আমি অত্র সংগঠনের অগ্রগতি কামনা করছি।