হাজীগঞ্জে সৈরাচারী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগে আনন্দ উল্ল্যাশ ও বিজয় মিছিল করেছে বিএনপি ও ছাত্র-জনতা। মঙ্গলবার (৬ আগষ্ট) দুপুরে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক বিজয় মিছিলের নেতৃত্ব দেন। এরপূর্বে উপজেলার বিভিন্ন এলাকায় থেকে বিএনপি-জনতার মিছিল বাজারের হাজীগঞ্জ প্লাজার সম্মূখে এসে জড়ো হয়। ওই সময় তারা নানা স্লোগানে, উল্লাসধ্বনিতে বিজয় উদযাপন করেছেন।
পথ সভা ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, দেশে গুম, খুন, হামলা, মিথ্যা মামলা দায়ের ও লুটপাটের জন্য স্বৈরাচার শেখ হাসিনার বিচার এক দিন এই বাংলার মাটিতে হবে।আওয়ামীলীগ এতোদিন যা করেছে তার কর্মফল ভোগ করেছে। আপনারা কেউ অতিউৎসাহী হয়ে কাহারো ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা করবেন না। অন্তবর্তীকালীন সরকার গঠনের পর দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। এই পর্যন্ত কেউ কোন অপরাধে জড়িত হবেন না।
পথ সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল খায়ের মজুমদার, উপজেলা যুবদলের আহবায়ক আকতার হোসেন দুলাল, যুগ্ন-আহবায়ক হুমায়ন কবির সুমন, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান সেলিম, সদস্য সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।