Header Border

ঢাকা, শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
শাহরাস্তিতে জাতীয়তাবাদী দল বিএনপি’র সদস্যপদ নবায়ন কর্মসূচি ও আলোচনা সভায় মতলব উত্তরে যৌথ বাহিনীর অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৯ সাবেক মন্ত্রী মরহুম নুরুল হুদার স্মরণে মতলবের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া কারখানার বর্জ্যে দূষিত পরিবেশ মতলব উত্তরে সাবেক মন্ত্রী মরহুম নুরুল হুদার স্মরণে দোয়া ও শোকসভা অনুষ্ঠিত মতলবের ৪ বারের সাংসদ নুরুল হুদার ৮ম মৃত্যুবার্ষিকী আজ চাঁদপুরের কচুয়ায় পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা, ৫ বোতল ফেন্সিডিল,২ বোতল মদসহ একজন গ্রেফতার। শাহরাস্তিতে প্রথম বারের মতো তারুণ্যের ম্যারাথনে প্রতিযোগী এনায়েতপুর মরহুম ইকবাল আখন্দ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন  আল-আমিন একাডেমি গুনরাজদী শাখার ইনচার্জ নাছির উদ্দিনর পিতার জানাজা ও দাফন সম্পন্ন 

হাজীগঞ্জে আজাদ সরকার হত্যার ঘটনায় নামীয় ১৫, অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে মামলা, গ্রেফতার-১

সারাদেশে কোটা সংস্কারের দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসযোগ আন্দোলনকে ঘিরে চাঁদপুরের হাজীগঞ্জে আজাদ সরকারকে (৫০) কুপিয়ে হত্যার ১৩ দিন পর মামলা দায়ের করা হয়েছে। নিহতের ছেলে হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আহম্মেদ কবির হিমেল বাদী হয়ে গতকাল বুধবার (১৪ আগস্ট) হাজীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে নামীয় আসামি নুরু কাজী (৫২) পুলিশ বুধবার রাতে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে হাজির করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। হত্যাকাণ্ডের শিকার আজাদ সরকার হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামের সরকার বাড়ির মৃত আনু সরকারের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ছাত্রদের অসহযোগ আন্দোলনের প্রথম দিন গত ৪ আগস্ট (রোববার) বিকালে নিজ বসতবাড়ির সামনে ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হিমেলের বাবা আজাদ সরকারকে কুপিয়ে গুরুতর আহত করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই কুমিল্লার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় দেশের সার্বিক পরিস্থিতির কারণে যথাসময়ে মামলা দায়ের করা যায়নি।

তাই, গতকাল বুধবার (১৪ আগস্ট) ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে হাজীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে হিমেল। মামলায় একই গ্রামের কাজী বাড়ির ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিঠু কাজী, সাবেক সাধারণ সম্পাদক মোবারক কাজী, আওয়ামী লীগ নেতা বশির কাজী, বাদল কাজী ও নুরু কাজী, ছাত্রলীগ নেতা তুষার কাজী, রাকিব কাজী, সিয়াম কাজী ও রুবেল কাজী আসামি করা হয়।

এছাড়াও পৌরসভাধীন মকিমাবাদ গ্রামের বাসিন্দা ও পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি, সাবেক সাধারণ সম্পাদক শুকুর আলম শুভ ও তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হুমায়ন আজাদ, আওয়ামী লীগ নেতা ও গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচৈ গ্রামের মোখলেছুর রহমানের ছেলে জসিম উদ্দিন, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মৈশামূড়া গ্রামের আবুল বাসারের ছেলে সুমনকে আসামি করা হয়।

আরো পড়ুন  মতলব উত্তরে স্মার্ট ভ‚মি সেবা বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, মামলার নামীয় আসামি নুরু কাজীকে গ্রেফতার করে আজ (বৃহস্পতিবার) আদালতে সোপর্দ করা হয়েছে এবং অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহৃত আছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

শাহরাস্তিতে জাতীয়তাবাদী দল বিএনপি’র সদস্যপদ নবায়ন কর্মসূচি ও আলোচনা সভায়
মতলব উত্তরে যৌথ বাহিনীর অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৯
সাবেক মন্ত্রী মরহুম নুরুল হুদার স্মরণে মতলবের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া
কারখানার বর্জ্যে দূষিত পরিবেশ
মতলব উত্তরে সাবেক মন্ত্রী মরহুম নুরুল হুদার স্মরণে দোয়া ও শোকসভা অনুষ্ঠিত
মতলবের ৪ বারের সাংসদ নুরুল হুদার ৮ম মৃত্যুবার্ষিকী আজ

আরও খবর

error: Content is protected !!