হাজীগঞ্জে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর জামায়াতের আয়োজনে রোববার (২৩ মার্চ) হাজীগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল।
বক্তব্য রাখেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, চাঁদপুর-৫ আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাও. আবুল হোসাইন, জেলা জামায়াতে ইসলামীর কর্ম ও শুরা সদস্য মো. ইব্রাহিম খলিল, সাবেক শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান মাও. আবু জাফর ছিদ্দীকি, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি প্রিন্সিপাল এম.এ মতিন।
পৌর জামায়াতের আমীর মোহাম্মদ আবুল হাসানাত পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি হাফেজ মাও. ফয়সাল আহমেদ রশিদী, হেফাজতে ইসলামীর উপজেলা সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাও. আহচান উল্যাহ্, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মো. শাহাদাত হোসেন, উপজেলা সেক্রেটারি মো. জয়নাল আবেদীন।
পৌর সেক্রেটারী অধ্যাপক মাও. সফিকুর রহমানের উপস্থাপনায় বক্তব্য শেষে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত ও ইফতার মাহফিল পরিচালনা করেন, শাহতলী কামীল মাদরাসার অধ্যক্ষ মাও. বেলাল হোসাইন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, মুহাদ্দিস মো. শহিদুল্লাহ্।
এরপর স্বাগত বক্তব্য রাখেন, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাফেজ মাও. কবির হোসাইন। এসময় অতিথি হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল, প্রেসক্লাব ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অন্যান্য শিক্ষকসহ সুধীজন এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।