ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জ লেখক ফোরাম’র সভাপতি কাওসার আহমেদকে জাতীয় মানবাধিকার সোসাইটি’র ফরিদগঞ্জ থানা গভর্নর হিসেবে নির্বাচিত করা হয়েছে।
জাতীয় মানবাধিকার সোসাইটির অফিসিয়াল পেইজে ঘোষণাটি দেয়া হয়। ঘোষণা পত্রে উল্লেখ রয়েছে ‘তরুণ প্রতিশ্রæতিশীল সমাজকর্মী কাওসার আহমেদকে জাতীয় মানবাধিকার সোসাইটি, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা গভর্নর (২০২০-২৩) হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। তাকে এই বিশেষ দায়িত্ব দেওয়াতে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান প্রফেসর নজরুল ইসলাম তামিজি, সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আফতাবউদ্দিন আহমেদ ও ভাইস চেয়ারম্যান মো. বিল্লাল হোসনে ভূঁইয়ার প্রতি।
কাওসার আহমেদ ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের সন্তান। ছোট বেলা থেকেই তিনি শিল্প-সাহিত্যের সাথে জড়িত। সামাজিক কাজ করা তার নেশা। ইউনিয়নের প্রায় প্রতিটি ভালো কাজে তার সম্পৃক্ততা রয়েছে। মাঝখানে কয়েক বছর তিনি সাংবাদিকতাও করেন। ২০২১ সালের ডিসেম্বর মাসে তিনি ফরিদগঞ্জ লেখক ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন। সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কামাল উদ্দিন আহমেদের দ্বিতীয় পুত্র হলো কাওসার আহমেদ।