মোঃ জামাল হোসেনঃ
চাঁদপুর জেলা পরিষদের নির্বাচনে
(শাহরাস্তি উপজেলা) ৮নং ওয়ার্ডের সদস্য প্রার্থী অটোরিক্সা প্রতীকের বিল্লাল হোসেন তুষারের গণসংযোগ করেছেন। ১১ অক্টোবর মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ গণসংযোগ ও প্রচার-প্রচারণা করেন। এ সময় তিনি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়ন পরিষদ ও সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে গণসংযোগ ও অটোরিকশা প্রতীকে ভোট প্রার্থনা করে প্রচারণা করেন।
গনসংযোগ কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, মোস্তফা চৌধুরী, দপ্তর সম্পাদক শফিউল আযম স্বপন, টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নজরুল ইসলাম, এ কে এম পলাশ মজুমদার আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, মনির হোসেন মিরন ,মহসিন পাটোয়ারী, হুমায়ুন কবির হিরো, সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম মিয়াজি, ছাত্রলীগ নেতা সৌহরাব হোসেন সৌরভসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সমর্থক বৃন্দ
গণসংযোগ কালে অটোরিকশা প্রতিকের প্রার্থী মোঃ বিল্লাল হোসেন তুষার বলেন শাহরাস্তি উপজেলার একজন রাজনৈতিক কর্মী হিসেবে সবসময় আপনাদের পাশে ছিলাম। শাহরাস্তি উপজেলার ৮ নং ওয়ার্ডের প্রার্থী হিসেবে আপনাদের সাথে সবসময় থাকতে চাই। ভবিষ্যতে ও সকলের সহযোগিতায় জেলা পরিষদের সদস্য নির্বাচিত হলে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই। শাহরাস্তি উপজেলার (৮ নং ওয়ার্ডের ) সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সহযোগিতা ও আপনাদের মূল্যবান ভোট দিয়ে শাহরাস্তি উপজেলার উন্নয়ন ও জনগণের সেবা করার সুযোগ দিন ।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ।