শাখাওয়াত হোসেন শামীম:
হাজীগঞ্জে রামকানাই উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে পাঠ্যপুস্তক দিবস ( বই উৎসব) পালনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রামকানাই উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইংরেজি নববর্ষের প্রথমদিন রোববার (০১ জানুয়ারি) আনন্দঘন পরিবেশে নতুন পাঠ্যপুস্তক বিতরন উৎসব পালন করা হয়।
এদিন অত্র বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হক।
শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,অভিভাবকবৃ ন্দ এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক ও দিক-নির্দেশনামূলক বক্তব্যে প্রধান শিক্ষক আব্দুল হক
বলেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনিসহ সরকারি এই ব্যবস্থাপনাকে সাধুবাদ জানান। পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়ন মূলক কাজের জন্য স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম কে বিদ্যালয়ের পক্ষ হতে ধন্যবাদ জ্ঞাপন করছি।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক কালু মিয়ার সঞ্চলনায়
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ জাফর মিয়া,মোঃ শাখাওয়াত উল্যাহ ফারুক, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ আবদুল মোতাল্লেব ভূঁইয়া ও সিনিয়র শিক্ষক জনাব মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
এ সময় বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,এলা কার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ।