শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনানুযায়ী সারাদেশের ন্যায় হাজীগঞ্জ উপজেলার পৌর ৪ নং ওয়ার্ড পাঞ্জেরী আদর্শ পাঠশালায় শিক্ষার্থীদের মাঝে ইংরেজি নববর্ষের প্রথমদিন রোববার (০১ জানুয়ারি) আনন্দঘন পরিবেশে নতুন পাঠ্যপুস্তক উৎসব উদযাপিত হয়েছে।
সরজমিন গিয়ে দেখা যায়,অত্র বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসবে নতুন বই পেয়ে শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকগণ মহাখুশি হয়েছেন।
এদিন অত্র বিদ্যালয়ের হলরুমে অনাড়ম্বর পরিবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক।
এ সময় শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক ও দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক।
সভাপতিত্ব করেন, শিক্ষানুরাগী ও সমাজসেবক অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আবুল কালাম আজাদ ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন,শিক্ষানুরাগী মোঃ হারুনুর রশিদ বেপারী,সাবেক ব্যাংকার মোঃ আবুল হাসেম,অভিভাবক প্রতিনিধি মোঃ মীর হোসেন মজুমদার প্রমুখ।
সঞ্চাালন করেন,অধ্যক্ষ মোঃ শাহ আলম।
উৎসবে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নতুন বইয়ের সেট তুলে দেন।
উৎসবে উপস্থিত ছিলেন,ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ ।