মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত বৃদ্ধ মো. কাঞ্চন পাটওয়ারী (৬৫) মারা গেছেন। সোমবার (৬ মার্চ) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। তিনি উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত আব্দুল হালিম পাটওয়ারীর ছেলে।
এই ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক মো. সাইফুর রহমান (৩৫) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও আশংকাজনক। তিনি উপজেলার বাকিলা ইউনিয়নের বোরখাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও ওই গ্রামের আব্দুস সালামের (ছালাম উদ্দিন) ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে শশুরবাড়ি কচুয়া থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি বাকিলা উদ্দেশ্যে হাজীগঞ্জ বাজারের দিকে আসছিলেন সাইফুর রহমান। পথে হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ বাজারে রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ মো. কাঞ্চন পাটওয়ারী।
এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে কাঞ্চন পাটওয়ারীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে চালক সাইফুর রহমান ও পথচারী কাঞ্চন পাটওয়ারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লায় রেপার করেন।
এদিন (সোমবার) রাতেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় কাঞ্চন পাটওয়ারী ও সাইফুর রহমানকে। সেখানে কাঞ্চন পাটওয়ারী শারিরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করা হয়। এরপর এ্যাম্বুলেন্সযোগে ঢাকা নেওয়ার পথে কাঞ্চন পাটওয়ারী মারা যান।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, ঘটনাস্থল ও নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।