মোহাম্মদ হাবীব উল্যাহ্:
কুমিল্লা পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে ইসলামী ছাত্রসেনার হাজীগঞ্জ পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন (২৩) মারা গেছে। মঙ্গলবার (৭ মার্চ) কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বিজরা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আল-আমিন হাজীগঞ্জ পৌরসভাধীন ১০নং ওয়ার্ড রান্ধুনীমূড়া-মনিনাগ গ্রামের মসজিদ বাড়ির আনা মিয়ার ছেলে। সে ডেল্টা ফার্মা নামক একটি ঔষধ কোম্পানীতে মার্কেটিং অফিসার পদে কর্মরত।
জানা গেছে, এদিন সকালে মাসুদ রানার মোটরসাইকেলে আরোহী হয়ে আল-আমিনসহ তারা দুইজন কুমিল্লায় ব্রাঞ্চ অফিসে যাচ্ছিলেন। পথে বিজরা বাজার এলাকায় একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় আল-আমিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানান, পরিবারের সবার ছোট আল-আমিন। বছর খানেক আগে ঔষধ কোম্পানীতে তার চাকরি হয়েছে। এর মধ্যে পাঁচ মাস আগে তিনি বিয়ে করেন। তার অকাল মৃত্যুতে স্ত্রী বাকরুদ্ধ।
এদিকে আল-আমিনের মৃত্যুতে তার মা বার বার মুর্চা যাচ্ছেন। এদিন বিকালে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।