মতলব উত্তর উপজেলায়‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ এ শ্লোগানে যথাযথ মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত
হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা,
সাংষ্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান
তপু’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সহকারি কমিশনার (ভূমি) মো. আল ইমরান খাঁন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা
বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন,
উপজেলা প্রকৌশলী মনির হোসেন খান, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম। স্বাগত বক্তব্য রাখেন মোঃ
শাহাজাহান। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল হাসান বলেন, শেখ রাসেল আজ বেঁচে থাকলে তাঁর বয়স হতো ৬০ বছর। তার জ্ঞান,
মেধা, প্রজ্ঞা নেতৃত্ব আমাদের কাজে লাগতো, দেশের কাজে লাগতো। শেখ রাসেলকে শিশু বিবেচনা করে নয়, বঙ্গবন্ধুর রক্ত চিন্তা করে
ঘাতকরা তাকে নির্মমভাবে হত্যা করেছে।