মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জে জাতীয় শোক দিবস ও ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে সোমবার (১৫ আগস্ট) সকালে উপজেলার পরিষদে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ চত্ত্বরে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান তিনি। এ সময় চারাগাছ রোপন, শোক র্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
এরপর ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ চত্ত্বরে ইউএনও মো. রাশেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ মো. সোহেল মাহমুদ ও অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
একই সময়ে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মো. আতিকুজ্জামান, সরকারি বিভিন্ন দপ্তর, প্রেসক্লাব, সাংবাদিক কল্যাণ সমিতি, দলীয়, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বেসরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।